আমি কোন জাতি, ধর্ম, বর্ণ কাউকে উদ্দেশ্য করছি না; কটাক্ষও করছি না। শুধু মিডিয়ার ছাগলামি আর কথিত একরোখা পশুপ্রেমকে উদ্দেশ্য করে বলছি।


Image may contain: text

আমি কোন জাতি, ধর্ম, বর্ণ কাউকে উদ্দেশ্য করছি না; কটাক্ষও করছি না। শুধু মিডিয়ার ছাগলামি আর কথিত একরোখা পশুপ্রেমকে উদ্দেশ্য করে বলছি।

মিডিয়ার পশুপ্রেম যদি পজিটিভলি নেন তাহলে অস্ট্রেলিয়ার ৫০০০ উটকে গুলি করার নিউজ ভাইরাল করেন না কেন? ভাইরাল করেন। দেখি আপনাদের পশুপ্রেমের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে কি না। (লিংক https://bit.ly/2MuLcbq)

নাকি উটের কথা হাদীছে এসেছে তাই সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তানের মুসলমানদের মত উটদেরকে মুসলমান ট্যাগ দিয়ে গুলি করে হত্যা করলো? আর মিডিয়াও চুপচাপ চেপে গেল উট হত্যার নিউজ। কি ভাই, আমার কথা মিলাতে পারলেন না?

তাহলে আসুন দেখে নেই।
গণেশের জন্মবৃত্তান্ত জানেন? হাতির শূড় বা মাথা কেটে এনে জোড়া দেয়া হয় গণেশের মাথায়। তারপর থেকেই গণেশের মাথায় হাতির শূড় দেখা যায়। (লিংকঃ https://bit.ly/2z2ZQDJ)

হাতির শূড় গণেশের মাথায় দেখা যায় বলেই কি হাতির মৃত্যুতে মিডিয়ার এত কান্নাকাটি, আহাজারি, রোনাজারি? হুজুগে বাঙালিদের এত মায়াকান্না?

অন্যদিকে উটের বর্ণনা হাদীছে পাওয়া যায় বলেই কি উট হত্যায় মিডিয়া নীরবতা পালন করলো? দেখুন উট নিয়ে হাদীছের বর্ণনা।
এক দিনের ঘটনা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উট দৃষ্টিগোচর হয়। উটটি নবীজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখে কাঁদতে লাগল। নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক ব্যথিত হলেন। উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এতে উটটির কান্না বন্ধ হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, এ উটের মালিক কে? এক আনসারি যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উটটি আমার। নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ যে তোমাকে এই নিরীহ প্রাণীটির মালিক বানালেন এর ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? উটটি আমার কাছে অভিযোগ করেছে, তুমি একে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও। (সুনানে আবু দাউদ ২৫৪৯)

একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন, প্রচুর ক্ষুধার তাড়নায় যার পিঠ পেটের সাথে লেগে গেছিল। অনাহারে অপুষ্টিতে দুর্বল হয়ে পড়ছিল। এ দৃশ্য দেখে রহমতের নবীর ভীষণ মায়া হলো। সাহাবিদের (রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) ডেকে বললেন, এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ করো, সুস্থ অবস্থায় আহার করো। (আবু দাউদ ২৫৪৮)

হুজুগে বাঙালির দল। একটু বুদ্ধি খাটান। মিডিয়া গু খাওয়ালে গু খাবেন না।

No comments:

Post a Comment